মাসখানেক আগেই ‘সেন্ট মেসেজ ডিলিট’-এর ফিচার যুক্ত হয় হোয়াটসঅ্যাপ-এর সঙ্গে। এ বার মেসেজ ডিলিটের সময়সীমা আরও বাড়িয়ে দিল হোয়াটসঅ্যাপ। আসুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত খুঁটিনাটি।
গত বছরের শেষ দিক থেকে মেসেজ ডিলিটের এই সুবিধা পেতে শুরু করেন হোয়াটসঅ্যাপ-এর ইউজাররা। এর ফলে ভুল করে পাঠানো কোনও মেসেজ ৭ মিনিটের মধ্যে ডিলিট করা যেত।
এ বার মেসেজ ডিলিটের সময়সীমা বাড়িয়ে ৬৮ মিনিট করল হোয়াটসঅ্যাপ। আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ আপডেট করিয়ে নিলেই পেয়ে যাবেন এই সুবিধা।
এরই সঙ্গে হোয়াটসঅ্যাপ-এ পাঠানো ছবি বা ভিডিওর উপর লোকেশান ও টাইম স্টিকার জুড়ে দিতে পারেন।
তবে অ্যানড্রয়েডে এই ফিচার এখন শুধুমাত্র বিটা ইউজারাই পাবেন। সংস্থা সূত্রে খবর, খুব শিঘ্রই স্টেবল আপডেট পেয়ে যাবেন অ্যানড্রয়েড ইউজারা।