Science

ডাইনোসরের বৃহত্তম পায়ের ছাপের হদিশ মিলল অস্ট্রেলিয়ায়

১০ কোটি বছর আগে তারা দাপিয়ে বেড়াতো। এখন যেটা অস্ট্রেলিয়ার ভূখণ্ড, ঠিক সেই এলাকারই সুবিশাল একটা জায়গা জুড়ে। সেই ডাইনোসরদেরই পায়ের ছাপের হদিশ মিলল অস্ট্রেলিয়ায়। লম্বায় যা এক জন দীর্ঘদেহী মানুষের উচ্চতার সমান! ৫ ফুট ৯ ইঞ্চি। ডাইনোসরদের এত বড় পায়ের ছাপের হদিশ এর আগে মেলেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৬:৫১
Share:

সেই ডাইনোসরের পায়ের ছাপ।

১০ কোটি বছর আগে তারা দাপিয়ে বেড়াতো। এখন যেটা অস্ট্রেলিয়ার ভূখণ্ড, ঠিক সেই এলাকারই সুবিশাল একটা জায়গা জুড়ে। সেই ডাইনোসরদেরই পায়ের ছাপের হদিশ মিলল অস্ট্রেলিয়ায়। লম্বায় যা এক জন দীর্ঘদেহী মানুষের উচ্চতার সমান! ৫ ফুট ৯ ইঞ্চি। ডাইনোসরদের এত বড় পায়ের ছাপের হদিশ এর আগে মেলেনি। এদের গলাটা ছিল খুব লম্বাটে। কিন্তু মুখটা ছিল হাঁসের চঞ্চুর মতো।

Advertisement

পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এমন ২১টি প্রজাতির ডাইনোসর একই সঙ্গে থাকতো বলে মনে করছেন বিজ্ঞানীরা। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ‘‘ডাইনোসরদের এত বড় পায়ের ছাপের হদিশ পৃথিবীর কোনও প্রান্তেই মেলেনি এর আগে। অনেকটা ক্রেটেসিয়াস যুগের সেরেঙ্গেটিদের মতো। পশ্চিম অস্ট্রেলিয়ার ওয়ালমাডানির সমুদ্রোপকূলে ১৫ মাইল এলাকা জুড়ে (মানচিত্রে যে এলাকাটিকে ‘জেমস প্রাইস পয়েন্ট’ বলা হয়) ডাইনোসরদের অমন হাজার হাজার পায়ের ছাপের হদিশ মিলেছে।’’

আরও পড়ুুন- আজ থেকেই নৈনিতালে কাজে নামছে এশিয়ার বৃহত্তম টেলিস্কোপ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement