লোকালয় থেকে একটি ফুট সাতেকের ময়াল উদ্ধার করে জঙ্গলে ছাড়ল বন দফতর। বৃহস্পতিবার বিকাল ৩টে নাগাদ রাজনগরের গোয়াবাগান গ্রামের ঘটনা। রাজনগরের রেঞ্জার সৌমেন রায় বলেন, ‘‘দুপুরে গোয়াবাগান গ্রামে ময়ালাটি ঢুকে পড়েছে খবর পাওয়ার পরেই বনকর্মীরা গিয়ে সেটিকে উদ্ধার করে কুড়ালমেটিয়া জঙ্গলে ছেড়ে দেন। সাপটি সুস্থই আছে।’’