New Look of Vidyut Jammwal

হলিউডে পা রাখতেই চেহারায় ঘটালেন বড় বদল! ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে বিদ্যুতের লুক প্রকাশ্যে

এই ছবিতে ‘স্ট্রিট ফাইটার’ ধালসিমের চরিত্রে দেখা যাবে বিদ্যুৎকে। ২০২৫ সালের ‘গেম অ্যাওয়ার্ডস’ চলাকালীন ছবির গোটা টিমের উপস্থিতিতে প্রচার-ঝলক প্রকাশ্যে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬
Share:

নতুন রূপে বিদ্যুৎ জামওয়াল। ছবি: সংগৃহীত।

৪৫ পূর্ণ করে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। হলিউডে প্রথম কাজ করতে চলেছেন তিনি। ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে তাঁর চরিত্রের ‘লুক’ প্রকাশ্যে। মুণ্ডিতমস্তকে বিদ্যুতের চেহারা বেশ চমকপ্রদ!

Advertisement

এই ছবিতে ‘স্ট্রিট ফাইটার’ ধালসিমের চরিত্রে দেখা যাবে বিদ্যুৎকে। ২০২৫ সালের ‘গেম অ্যাওয়ার্ডস’ চলাকালীন ছবির গোটা টিমের উপস্থিতিতে প্রচার-ঝলক প্রকাশ্যে আসে। একই নামের অত্যন্ত জনপ্রিয় ভিডিয়ো গেম ফ্র্যাঞ্চাইজ়ি রয়েছে। সেই গল্প থেকেই তৈরি হয়েছে ছবি। প্রচার-ঝলকের সঙ্গে মুখ্য চরিত্রের ‘লুক’ও প্রকাশ্যে এসেছে।

বিদ্যুৎ জামওয়ালের নতুন লুক। ছবি: সংগৃহীত।

বিদ্যুতের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, তাঁর মাথা, দাড়ি, গোঁফ— সবটাই কামানো। মুখে লাল রঙের আঁচড়। চর্বিহীন, পেশিবহুল দেহ নজর কেড়েছে দর্শকের। তাঁর লুকে রয়েছে গ্রাম্য ছাপ। অভিনেতার হাতে মোটা ধাতব বালা, আদিবাসীদের মতো অলঙ্কার। তিনি মার্শাল আর্টের পোজ়ে রয়েছেন। এই ছবির মাধ্যমেই হলিউডে পা রাখছেন অভিনেতা।

Advertisement

২০২৫ সালে একটি তামিল ছবিতে কাজ করেছেন বিদ্যুৎ। তার আগে ২০২৪-এ মুক্তিপ্রাপ্ত ‘ক্র্যাক’ ছবিতে শুধু অভিনয়ই নয়, ছবির প্রযোজনাও বিদ্যুৎই করেছিলেন। কিন্তু সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল তাঁর। কিন্তু সেই ক্ষতি তিন মাসের মধ্যে সামলে নিয়েছিলেন অভিনেতা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন নিজেই। ফের পর্দায় দেখা যাবে তাঁকে, উৎসুক অনুরাগীরা। তবে তাঁর নতুন লুকে ইতিমধ্যেই মজেছেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement