আরিয়ান খানের সমালোচনায় আলি খান। ছবি: ফেসবুক।
প্রথম পরিচালনা। প্রথম সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ হিট। আরিয়ান খান রাতারাতি জনপ্রিয়তার শিখরে। এমন আবহে তাঁকে কটাক্ষে বিঁধলেন শাহরুখ খানের সহ-অভিনেতা আলি খান! তাঁর প্রশ্ন, “সিরিজ়ে এত গালমন্দ! বলিউডিরা এই ভাষায় কথা বলেন?”
আরিয়ান বিনোদনদুনিয়ায় পা রাখার আগেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। প্রমোদতরীতে ভ্রমণ এবং মাদককাণ্ডের জেরে তাঁকে সংশোধনাগারেও রাত কাটাতে হয়েছে। তাঁর পরিচালনা কেমন হবে, এই নিয়ে দর্শকের কৌতূহল ছিলই। সিরিজ়ে বলিউডের তাবড় তারকাদের ছড়াছড়ি। তাঁদের অন্দরমহলের কিস্সা পর্দায় ধরেছেন আরিয়ান। সিরিজ় হিট। চারিদিকে আরিয়ানের পরিচালনা নিয়ে ‘ধন্য ধন্য’ রব। তখনই নতুন পরিচালককে কটাক্ষে বিঁধলেন শাহরুখের সহ-অভিনেতা! কেন?
শাহরুখের ‘ডন ২’ ছবির ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিরিজ়ে অহেতুক গালিগালাজ একটা সময়ের পর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আলি অবাক হয়েছেন এই ভেবে, সিরিজ়ে যাঁদের কথা বলা হয়েছে, তাঁরা কি এই ভাষাতেই কথা বলেন? “এত গালমন্দ যে পরিবারের সবাইকে নিয়ে বসে দেখা যায় না”, দাবি আলির।
আলির মতে, যদি সত্যিই এত অকথ্য ভাষা ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে ‘ক্লোজ় আপ’-এ সেই সমস্ত দৃশ্য দেখানো যেত। সেটা না করে প্রায় প্রত্যেক বাক্যে এই ধরনের শব্দের ‘অপপ্রয়োগ’ ঘটিয়েছেন পরিচালক! সঠিক জায়গায় সঠিক ভাবে গালমন্দের ব্যবহার সেই দৃশ্যকে পোক্ত করে। যথেচ্ছ ব্যবহারে বিষয়টি লঘু হয়ে যায়, মত অভিনেতার।