দুর্ঘটনার হাত থেকে ‘মোহন’দের (কচ্ছপ) বাঁচাতে গাড়ির চালকদের গতি নিয়ন্ত্রণের দাবি তুলল ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব কোচবিহার। সোমবার সংগঠনের তরফে বানেশ্বরে কোচবিহার-আলিপুরদুয়ার সড়কে ‘ড্রাইভ স্লো’-এর বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। বাণেশ্বররে শিবমন্দিরে লাগোয়া পুকুরে প্রচুর পরিমাণ কচ্ছপ থাকে। স্থানীয় মানুষ মোহন হিসেবে তাঁদের ডাকে। রাস্তা পার হতে গিয়ে কচ্ছপের মৃত্যু হয় বলে অভিযোগ। সংগঠনের সম্পাদক সুব্রত দাস বলেন, “গাড়ির গতি নিয়ন্ত্রণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রতীক্ষা...।
সেবকের কাছে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মারা যায় এই হরিণটি। দুপুর নাগাদ রাস্তায় হরিণটিকে জখম অবস্থায় পড়ে থাকতে দেকেছিলেন বাসিন্দারা।
তাঁরা বন দফতরকে খবর দেন। বনকর্মীরা গিয়ে হরিণটিকে শিলিগুড়ি পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে হরিণটির ময়নাতদন্ত করা হয়।
পশু চিকিৎসক অভিজিৎ দত্ত জানিয়েছেন, হরিণটির ডানদিকে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে। তাতেই সেটির মৃত্যু হয়েছে।
হরিণটির মাথায়, চোখে, কানের কাছে আঘাতের চিহ্ন মিলেছে। একটি শিংও ভেঙে গিয়েছিল। ছবি: বিশ্বরূপ বসাক।