ছবি: দেবরাজ ঘোষ।
চোখ ফুটেছে হায়না ছানাদের। গত ৬ জুন ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় একটি স্ত্রী হায়না পাঁচটি শাবক প্রসব করেছিল। প্রসবের পরে নিজের সদ্যোজাত একটি শাবককে খেয়ে ফেলেছিল মা হায়নাটি। সে জন্য বাকি চারটি শাবককে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু পরে মারা যায় দু’টি শাবক। এখন বাকি দু’টি শাবককে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন চিড়িয়াখানার কর্মীরা।