গেকো উদ্ধার

রায়দিঘি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির টোকেগেকো। বুধবার রায়দিঘির জয়কৃষ্ণপুর এলাকার নন্দকুমারপুর গ্রামে এক ব্যক্তি ৯ ইঞ্জি লম্বা তক্ষক প্রজাতির ওই প্রাণীটি নিয়ে এলে জটলা হয়। পুলিশ এলাকায় গেলে যে ব্যক্তির কাছে প্রাণীটি ছিল, সে পালায়। উদ্ধার করা হয় প্রাণীটিকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিলুপ্তপ্রায় প্রজাতির এই গেকোটির বাজার দর প্রায় ৫ লক্ষ টাকা। চোরাশিকারিদের মধ্যে এর ব্যাপক চাহিদা। আপাতত বন দফতরের জিম্মায় আছে প্রাণীটি। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০৪:৩৪
Share:

রায়দিঘি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির টোকেগেকো। বুধবার রায়দিঘির জয়কৃষ্ণপুর এলাকার নন্দকুমারপুর গ্রামে এক ব্যক্তি ৯ ইঞ্জি লম্বা তক্ষক প্রজাতির ওই প্রাণীটি নিয়ে এলে জটলা হয়। পুলিশ এলাকায় গেলে যে ব্যক্তির কাছে প্রাণীটি ছিল, সে পালায়। উদ্ধার করা হয় প্রাণীটিকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিলুপ্তপ্রায় প্রজাতির এই গেকোটির বাজার দর প্রায় ৫ লক্ষ টাকা। চোরাশিকারিদের মধ্যে এর ব্যাপক চাহিদা। আপাতত বন দফতরের জিম্মায় আছে প্রাণীটি। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement