গ্রামে ঢুকল বুনো শুয়োর

জঙ্গল থেকে হঠাৎ একটি বনশুয়োর গ্রামে ঢুকে প়ড়েছিল। এতে আতঙ্ক ছড়ায় হিঙ্গলগঞ্জের সামশেরনগরের বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার রাতে বিশাল দাঁতওয়ালা বুনো শুয়োরটি কুড়েখালি নদী সাঁতরে গ্রামে ঢুকে শ্যামল মণ্ডল নামে এক বাসিন্দার বাগানে আশ্রয় নিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০২:৫৫
Share:

জঙ্গল থেকে হঠাৎ একটি বনশুয়োর গ্রামে ঢুকে প়ড়েছিল। এতে আতঙ্ক ছড়ায় হিঙ্গলগঞ্জের সামশেরনগরের বাসিন্দাদের মধ্যে। বৃহস্পতিবার রাতে বিশাল দাঁতওয়ালা বুনো শুয়োরটি কুড়েখালি নদী সাঁতরে গ্রামে ঢুকে শ্যামল মণ্ডল নামে এক বাসিন্দার বাগানে আশ্রয় নিয়েছিল। শুক্রবার সকাল থেকেই গ্রামের মানুষ তাকে তাড়ানোর চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ এবং বনকর্মীরা এসে পটকা ফাটান। গ্রামের লোকও হইহল্লা শুরু করেন। ওই শব্দে শুয়োরটি যে পথে লোকালয়ে ঢুকেছিল, সে পথ দিয়েই জঙ্গলে ফিরে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement