গজাননের পরিচর্যা

১২ অগস্ট, বুধবার ছিল বিশ্ব হাতি দিবস। ইস্কনের দুই হাতি লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়াকে বন্যার কারণে মায়াপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজাপুর জগন্নাথ মন্দিরের কাছে একটি আমবাগানে।

Advertisement
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০১:৩৭
Share:

সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

১২ অগস্ট, বুধবার ছিল বিশ্ব হাতি দিবস। ইস্কনের দুই হাতি লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়াকে বন্যার কারণে মায়াপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজাপুর জগন্নাথ মন্দিরের কাছে একটি আমবাগানে। ওই হাতি দু’টির পরিচর্যার দায়িত্বে থাকা হৃমতিদেবী দাসী বলেন, ‘‘এই সময় জলে-কাদায় হাতির পায়ে যাতে ছত্রাকঘটিত রোগ হয়। তা এড়াতে রোজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাতির পা ধুইয়ে দেওয়া হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement