চিতাবাঘের শাবককে পিটিয়ে খুন

লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিতাবাঘের শাবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে একদল ক্ষিপ্ত গ্রামবাসীর বিরুদ্ধে। কুমারগ্রামের ছোটদলদলি গ্রামে রবিবার বেলা আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে।

Advertisement
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০৪:৩৬
Share:

মৃত চিতাবাঘ শাবকের দেহ পড়ে।

লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিতাবাঘের শাবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে একদল ক্ষিপ্ত গ্রামবাসীর বিরুদ্ধে। কুমারগ্রামের ছোটদলদলি গ্রামে রবিবার বেলা আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে। চিতার হানায় গুরুতর জখম হয়েছেন এক গ্রামবাসী। দুলাল সরকার নামে জখম ওই ব্যাক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুলালবাবু বলেন, ‘‘গরু নিয়ে মাঠে যাওয়ার সময় আমার উপর চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে। পালিয়ে প্রাণে বেঁচেছি।’’ এদিকে, খবর ছড়িয়ে পড়তেই একদল গ্রামবাসী লাঠি-বাটাম নিয়ে চিতাবাঘের খোঁজে তল্লাসি শুরু করেন। হাতের নাগালে পেয়ে গ্রামবাসীরা চিতাটিকে পেটাতে শুরু করলে কিছুক্ষণের মধ্যে সেটি নিস্তেজ হয়ে পড়ে। বন দফতর ও পুলিশ আসায় পরে গ্রামবাসীরা পালিয়ে যায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার জয়ন্ত মণ্ডল বলেন, ‘‘চিতাবাঘের শাবকটিকে পিটিয়ে মারা হয়েছে। অন্তত পনেরোজন গ্রামবাসী জড়িত। বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।’’ কুমারগ্রামের আইসি সোনমজী ওয়াংদি জানান, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের ধরা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement