চন্দন কাঠ-সহ ধৃত

চন্দন কাঠ-সহ তিন জনকে ধরেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বুদবুদের মানকর স্টেশন লাগোয়া এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম মাখন শেখ, মানোয়ার মণ্ডল ও সুশান্ত মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ০৩:৫৯
Share:

চন্দন কাঠ-সহ তিন জনকে ধরেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বুদবুদের মানকর স্টেশন লাগোয়া এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম মাখন শেখ, মানোয়ার মণ্ডল ও সুশান্ত মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে বুদবুদের গোপামলমাঠ এলাকায় এক বাসিন্দার বাড়ি থেকে একটি চন্দন গাছ চুরি যায়। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, চন্দন কাঠগুলি নিয়ে তারা সোমবার কোনও এলাকায় বিক্রি করতে যাচ্ছিল। ধৃতদের কাছে প্রায় ৪০ কেজি চন্দন কাঠ মিলেছে বলে জানায় পুলিশ। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement