শনিবার রাতে উত্তর মেন্দাবাড়ির বামনপাড়া এলাকায় কয়েক বিঘা ধান খেত সাবাড় করে প্রায় ৩০-৩৫টি হাতির একটি দল। ভোরের আলো ফুটে যাওয়ায় দলটি চিলাপাতা জঙ্গলে যাওয়ার বদলে আশ্রয় নেয় উত্তর মেন্দবাড়ি গ্রামের মাঝে খয়েরের জঙ্গলে। হাতির পালের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেন শয়ে শয়ে বাসিন্দা। বেলা সাড়ে আটটা নাগাদ পৌঁছয় বনদফতরের কর্মী ও কালচিনি থানার পুলিশ। রবিবার দিনভর হাতির সঙ্গে চলে মানুষের লুকোচুরি খেলা। ভোরেই হাতির পালটি গ্রাম ও কালজানি নদীর মাঝে থাকা খয়েরের জঙ্গলে ঢুকে পরে সন্ধ্যা পর্যন্ত দলটি সেখানেই রয়েছে। খয়ের গাছ হাতির অন্যতম প্রিয় খাবার। ফলে খয়েরের জঙ্গলে হাতির পালটি ঢোকার পর সারাদিন বের হয়নি। ছবি: নারায়ণ দে।