টুকরো খবর

কাদায় আটকে গিয়ে একটি গন্ডারের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার লাওডুবি এলাকায়। বন বিভাগের তরফে জানানো হয়েছে, গত দু’দিন ধরে পাঁকে আটকে পড়া বয়স্ক গন্ডারটিকে তোলা সম্ভব হয়নি। মৃত্যুর পর তার খড়্গটি বনবিভাগ কেটে নেয়। অন্য দিকে, কাজিরাঙায় গন্ডার মারতে আসা দুই নাগা নিশানাবাজ-সহ তিন শিকারি ধরা পড়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৪ ০১:৪৭
Share:

পাঁকে আটকে গন্ডারের মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

কাদায় আটকে গিয়ে একটি গন্ডারের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার লাওডুবি এলাকায়। বন বিভাগের তরফে জানানো হয়েছে, গত দু’দিন ধরে পাঁকে আটকে পড়া বয়স্ক গন্ডারটিকে তোলা সম্ভব হয়নি। মৃত্যুর পর তার খড়্গটি বনবিভাগ কেটে নেয়। অন্য দিকে, কাজিরাঙায় গন্ডার মারতে আসা দুই নাগা নিশানাবাজ-সহ তিন শিকারি ধরা পড়েছে। কোহরা রেঞ্জের ফরেস্ট অফিসার রূপক ভুঁইয়া জানান, ওই তিনজন রাতে কোহরা রেঞ্জে ঢুকে জঙ্গলে গন্ডারের সন্ধান চালাচ্ছিল। বেশ ক’দিন জঙ্গলে থাকার রসদ নিয়ে এসেছিল তারা। কিন্তু বনরক্ষীরা জঙ্গলে তাদের গতিবিধি নজর করে গুলি চালান। শিকারিরা পালায়। বনরক্ষীরাও তাদের ধাওয়া করে। শিকারিরা ব্রহ্মপুত্র পার হয়ে শিলামারি ও বাগমারি গ্রামে আশ্রয় নেয়। গ্রামবাসীদের সাহায্যে পরে পুলিশ ও বনরক্ষীরা তিনজনকে গ্রেফতার করে।

Advertisement

গরিলার অস্ত্রোপচার

সান দিয়েগো • সংবাদ সংস্থা

রীতিমতো ডাক্তার এনে অস্ত্রোপচার করে মা হল বছর আঠারোর গরিলা ইমানি। সান দিয়েগোর একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইমানির অস্ত্রোপচারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। চিড়িয়াখানার মুখপাত্র জানান, গত বুধবার রাত থেকেই ইমানির অবস্থা খুব খারাপ হচ্ছিল। তাই কোনও ঝুঁকি না নিয়েই অস্ত্রোপচার করা হয়। তিনি আরও জানান, সান দিয়েগোর চিড়িয়াখানায় এই প্রথম গরিলার বাচ্চা হওয়ার সময় অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। তবে এখন মা ইমানি এবং শিশু পুরোপুরি সুস্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন