টুকরো খবর

গত সপ্তাহ থেকেই ধুলো-ধোঁয়া-দূষণে ঢেকেছিল পশ্চিম ইউরোপের দেশগুলির আকাশ। ডিজেল চালিত গাড়ির আধিক্যের জন্য সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। হাওয়া প্রায় চলছে না, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। এই অবস্থায় অসংখ্য গাড়ির দূষিত ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ সাফ করতে অভিনব পদক্ষেপ করল প্রশাসন।

Advertisement
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০১:১৬
Share:

দূষণ কমাতে গাড়িতে নিষেধ

Advertisement

সংবাদ সংস্থা • প্যারিস

গত সপ্তাহ থেকেই ধুলো-ধোঁয়া-দূষণে ঢেকেছিল পশ্চিম ইউরোপের দেশগুলির আকাশ। ডিজেল চালিত গাড়ির আধিক্যের জন্য সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। হাওয়া প্রায় চলছে না, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। এই অবস্থায় অসংখ্য গাড়ির দূষিত ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ সাফ করতে অভিনব পদক্ষেপ করল প্রশাসন। সোমবার বিনামূল্যে সরকারি গাড়িতে চেপে যাতায়াত করতে পেরেছেন প্যারিসের মানুষ। সেই সঙ্গে নির্দেশ ছিল, জোড় সংখ্যায় নম্বর আছে এমন কোনও ব্যক্তিগত গাড়ি সোমবার রাস্তায় বেরোবে না। দেখা গেলেই জরিমানা করা হবে চালকদের। শহরে মোতায়েন ছিল ৭০০ পুলিশ। আর সেই নির্দেশ মতো প্রায় চার হাজার গাড়ির ৩১ ডলার করে জরিমানা করেছে পুলিশ। আর তাদের দাবি, তাতেই নাকি শহরের দূষণ কমে গিয়েছে ৬০ শতাংশ। এর পরে এক দিন বিজোড় সংখ্যায় এমন গাড়ি রাস্তার বার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে সরকার।

Advertisement

অসুস্থ হাতি

নিজস্ব সংবাদদাতা • বেলিয়াতোড়

তিন পায়ে দাঁড়িয়ে। ছবি: শুভ্র মিত্র।

বড়জোড়ার একটি পুকুরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা হাতি চলে এসেছে বেলিয়াতোড় থানার বহড়াশুলি গ্রামের জঙ্গলে। পিছনের ডান পায়ে যন্ত্রণা নিয়ে নাগাড়ে তিন দিন দাঁড়িয়ে আছে রাজহিড় পুকুরের পাড়ে। গ্রামবাসী রবি পাল, বৈদ্যনাথ মুর্মুদের ক্ষোভ, “হাতিটা তিন পায়ে দাঁড়িয়ে আছে। বন দফতরকে জানানো হয়েছে। তবু কেউ খোঁজ নিতে আসেনি।” বন দফতরের বেলিয়াতোড় রেঞ্জের আধিকারিক রঞ্জিত মহাপাত্র অবশ্য বলেছেন, “বড়জোড়ায় অসুস্থ ওই হাতিটির পায়ের চিকিৎসা হয়েছে। বন সুরক্ষা কমিটির লোকেদের হাতিটির উপর নজর রাখতে বলেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement