হাতির উপদ্রব জয়পুরে
বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর অঞ্চলের ক্ষীরাইবনী, মূলাগাড়ি, জয়গড়িয়া, চাপড়া ইত্যাদি গ্রামে গত কয়েক দিন ধরে চলছে আটটি হাতির হামলা। তাদের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দাদের ক্ষোভ, “চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। বন দফতরকে জানিয়েও কাজ হয়নি। সমস্যার কথা অঞ্চল প্রধানকেও জানানো হয়েছে।” শ্যামনগর অঞ্চলের পঞ্চায়েত প্রধান সঞ্চিতা বাউরি গ্রামবাসীর সমস্যার কথা মেনে নিয়ে বলেন “হাতিগুলিকে দ্রুত এলাকা থেকে সরানোর জন্য বন দফতরকে বলেছি।” বন দফতরের জয়পুর রেঞ্জের আধিকারিক মনোজ যশ জানিয়েছেন, জঙ্গলের ‘রেসিডেন্ট’ কয়েকটি হাতি এক সঙ্গে জড়ো হয়ে ওই সব এলাকায় হামলা চালাচ্ছে বলে তাঁদের কাছে খবর এসেছে। বনরক্ষীদের হাতিদের গতিবিধির দিকে নজর রাখতে বলা হয়েছে।
হাতির হামলা
বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগর অঞ্চলের ক্ষীরাইবনী, মূলাগাড়ি, জয়গড়িয়া, চাপড়া ইত্যাদি গ্রামে গত কয়েক দিন ধরে চলছে আটটি হাতির হামলা। তাদের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দাদের ক্ষোভ, “চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। বন দফতরকে জানিয়েও কাজ হয়নি। সমস্যার কথা অঞ্চল প্রধানকেও জানানো হয়েছে।”
ময়াল সাপ উদ্ধার
ময়াল সাপ দেখে চাঞ্চল্য ছড়াল চাঁচলের গালিমপুরে। বুধবার গালিমপুর বাজারে ৪ ফুট লম্বা সাপটি দেখতে পান বাসিন্দারা। পরে বন দফতরের কর্মীরা গিয়ে তা উদ্ধার করেন। এলাকায় বাঁধ সংস্কারের কাজে পাহাড়ি এলাকা থেকে নিয়ে আসা পাথরের গাড়িতে করে কোনভাবে অজগরটি চলে এসেছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। সেটিকে মালদহের আদিনার জঙ্গলে রাখার বন্দোবস্ত করা হয়েছে।”