টুকরো খবর

বাঁকুড়ার সানবাঁধা গ্রামে ধান জমিতে পড়েছিল প্রায় তিন ফুট লম্বা দীর্ঘ ডানার এই মদনটাক পাখি। রবিবার বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যান।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০৪:০৪
Share:

জমিতে পাখি

Advertisement

মদনটাক পাখি।—নিজস্ব চিত্র।

বাঁকুড়ার সানবাঁধা গ্রামে ধান জমিতে পড়েছিল প্রায় তিন ফুট লম্বা দীর্ঘ ডানার এই মদনটাক পাখি। রবিবার বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যান। ডিএফও (উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “পাখিটি অসুস্থ। বমি করছিল। বেলিয়াতোড় রেঞ্জের অফিসে পাখিটির চিকিত্‌সা চলছে। সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে।”

Advertisement

জখম হাতি

কোদালবস্তির বোরোর ডাবরির জঙ্গলে তোর্সা নদীর চরে জখম হাতির খবর পেয়ে নজরদারি করছে বনকর্মীরা। রবিবার সকালে কোদাল বস্তি রেঞ্জের বোরো ডাবরি ২ নম্বর কম্পর্টামেন্ট এক দাঁতালকে দেখতে পান বনকর্মীরা। হাতির উপর নজর রাখা হয়েছে। বন দফতর জানায়। হাতির পেছনের দিকের ডান পায়ে ক্ষত রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement