দীর্ঘপথ হেঁটে জখম ঘোড়া, প্রতিবাদে রক্ষা

দু’শো কিলোমিটার পথ কেন হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়াকে, এই প্রশ্ন তুলে ঘোড়া-সহ দুই যুবককে আটক করল গ্রামবাসী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নন্দকুমারের ভবানীপুর গ্রামে, দিঘা-কলকাতা সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িতে চাপিয়ে ঘোড়াগুলিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে গ্রামবাসীরা তাঁদের ছেড়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০২:১০
Share:

দু’শো কিলোমিটার পথ কেন হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়াকে, এই প্রশ্ন তুলে ঘোড়া-সহ দুই যুবককে আটক করল গ্রামবাসী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নন্দকুমারের ভবানীপুর গ্রামে, দিঘা-কলকাতা সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়িতে চাপিয়ে ঘোড়াগুলিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে গ্রামবাসীরা তাঁদের ছেড়ে দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ দিঘার বাসিন্দা শেখ জৈনুদ্দিন আলি কলকাতার পোলো ক্লাব থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দু’টি ঘোড়া কিনেছিলেন। দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনের জন্য ওই ব্যবস্থা করা হয়েছিল। গত শনিবার ঘোড়া দু’টি কেনার পরে হাটিয়ে তাদের দিঘার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই দু’দিন কাটে।

সোমবার তারা দিঘা-কলকাতা সড়ক হয়ে নন্দকুমারের ভবানীপুর দিয়ে যাওয়ার সময়ে গ্রামবাসী দেখতে পান, ঘোড়া দু’টির পা দিয়ে রক্ত ঝড়ছে। তখন তাদের পথ আটকায় গ্রামবাসী। ওই গ্রামের বাসিন্দা পিন্টু দীক্ষিত বলেন, “আমরা প্রশ্ন করে জানতে পারি, দীর্ঘ পথ হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ঘোড়া দু’টিকে। পা-দিয়ে রক্ত ঝড়ছিল। যা আমানবিক।”ঘোড়া আটাকানোর খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শেখ জৈনুদ্দিন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। সকলের সামনে স্থানীয়রা দাবি করেন, গাড়িতে করেই নিয়ে যেতে হবে ঘোড়াগুলিকে। পুলিশের হস্তক্ষেপে শেখ জৈনুদ্দিন সেই প্রতিশ্রুতি দিলে স্থানীয়েরা ঘোড়াদের ছেড়ে দেয়।

Advertisement

জেলার চার দল। রাজ্য স্কুল ফুটবলে এ বার পশ্চিম মেদিনীপুরের চারটি দল অংশগ্রহন করবে। দু’টি ছাত্রদের। দু’টি ছাত্রীদের। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে প্রতি বছর সুব্রত মুখোপাধ্যায় কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দিন কয়েক আগে জেলা পর্যায়ের খেলা হয়েছিল। সম্প্রতি ক্লাস্টার পর্যায়ের খেলা হয়। ক্লাস্টার পর্যায়ের খেলায় যারা জয়ী হয়, তারাই রাজ্যে খেলে। সম্প্রতি হুগলিতে ছাত্রীদের এবং পুরুলিয়াতে ছাত্রদের ক্লাস্টার পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। ছাত্রদের অনুর্দ্ধ ১৪ বিভাগে রাজ্যে খেলবে নির্মল হৃদয় আশ্রম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন