প্রাণীদের টিকাকরণ ও স্বাস্থ্য শিবির শুরু হল হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা এলাকায়। আয়োজক ছিল সাঁকরাইল ব্লক প্রশাসন। শিবিরে ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি নবনীতা নস্কর, সহসভাপতি জয়ন্ত ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ তপন পা-সহ প্রাণিসম্পদ আধিকারিকেরা। অনুষ্ঠানে গবাদি পশুর চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‘আগামী এক সপ্তাহ ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে চিকিৎসকেরা গবাদি পশুর চিকিৎসা করবেন।’’