ফের হাতি, নষ্ট পাটখেত

নদী পেরিয়ে গ্রামে একটি হাতি ঢুকে পড়ায় চা়ঞ্চল্য ছড়াল শক্তিপুরের মিঞা ও কাটাইকোনায়। বৃহস্পতিবার সকালে কান্দি মহকুমা এলাকা থেকে বাবলা নদী পেরিয়ে ওই দুই গ্রামে যায় হাতিটি। যদিও গ্রামবাসীদের ধারণা দলছুট হাতিটি বুধবার রাতেই ওই গ্রামে ঢোকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শক্তিপুর শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০২:২৫
Share:

গ্রামে হাতি। — নিজস্ব চিত্র

নদী পেরিয়ে গ্রামে একটি হাতি ঢুকে পড়ায় চা়ঞ্চল্য ছড়াল শক্তিপুরের মিঞা ও কাটাইকোনায়। বৃহস্পতিবার সকালে কান্দি মহকুমা এলাকা থেকে বাবলা নদী পেরিয়ে ওই দুই গ্রামে যায় হাতিটি। যদিও গ্রামবাসীদের ধারণা দলছুট হাতিটি বুধবার রাতেই ওই গ্রামে ঢোকে। এ দিন বেলা বাড়তেই হাতিটি মিঞা গ্রামের পাটের খেতে ঢোকে। পাট নষ্ট করে। তারপর কাটাইকোনায় গিয়ে খড় ও টালির চালার ঘরের বাঁশ ফেলে দেয়। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

কাটায়কোনা গ্রামের বাসিন্দা মিন্টু ঘোষ বলেন, ‘‘পাট নষ্ট করার পর গ্রামের কয়েকটি ঘর ভাঙলে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে আসে। শিশুদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েন।’’

তবে খাবার দেওয়া হলে শান্ত হয় হাতিটি। দুপুর গড়ালে বন দফতরের কর্মীরা তাকে বাবলা নদী পার করে কান্দির ভরতপুরের দিকে নিয়ে যায়। তাকে বধমার্নের আউসগ্রামের দিকে নিয়ে যাবে। বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কংগ্রেসের ইন্দ্রনীল প্রামাণিক বলেন, ‘‘প্রায় ১০ বিঘা জমির পাট নষ্ট করেছে হাতিটি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নেই।’’

Advertisement

বেলডাঙা-২ বিডিও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘ক্ষয়ক্ষতির তেমন খবর পাওয়া যায়নি। কিছু পাটের ক্ষতি করেছে। পুলিশ প্রশাসনের কাছে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এলাকায় এসে হাতিটিকে ভরতপুরের দিকে নিয়ে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন