বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ০২:৩৮
Share:

সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে পীরখালি ৬ জঙ্গলের কাছে একটি খাঁড়িতে। বন দফতর জানায়, মৃতের নাম নিখিলেশ মণ্ডল (৫৮)। গত শনিবার গোসাবার লাহিড়িপুরের শান্তিগাছির বাসিন্দা নিখিলেশ তাঁর বড় ছেলে রীতেশ ও ওই এলাকার আরও এক মৎস্যজীবী স্থানীয় খাঁড়িতে মাছ ধরতে গিয়েছিলেন। পীরখালি ৬ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে নিখিলেশবাবুকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীরা বৈঠা, হাল দিয়ে মেরে বাঘ তাড়ান। ছোটমোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই অবশ্য মারা যান নিখিলেশ। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি কিশোর মানকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement