সুন্দরবনে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চোরাগাজি জঙ্গলের কাছে। মৃতের নাম অর্জুন সর্দার (৪১)। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, ছোট মোল্লাখালি কোস্টাল থানার তিপলিঘেরি এলাকার বাসিন্দা তাপস মণ্ডল ও বিজয় মণ্ডলের সঙ্গে অর্জুনবাবু গত শুক্রবার কাঁকড়া ধরতে যান। এ দিন সকালে কাঁকড়া ধরতে ধরতে জঙ্গলের দিকে এগিয়ে যান অর্জুনবাবু। হঠাৎ একটি বাঘ তাঁকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছিল। তা দেখে তাঁর দুই সঙ্গী লাঠি দিয়ে বাঘকে তাড়া করে অর্জুনবাবুকে ছাড়িয়ে আনেন।