বাড়ল হাতির সংখ্যা

ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ঝালদায় আসা ১৮টি হাতির সদস্য সংখ্যা বাড়ল। ঝালদার রেঞ্জ অফিসার সমীর বসু বলেন, ‘‘অক্টোবরের গোড়ার দিকে ওই দলটি এপাড়ে এসেছিল। সেই দলের একটি হস্তিনী একটি বাচ্চা প্রসব করেছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ০২:১৫
Share:

ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ঝালদায় আসা ১৮টি হাতির সদস্য সংখ্যা বাড়ল। ঝালদার রেঞ্জ অফিসার সমীর বসু বলেন, ‘‘অক্টোবরের গোড়ার দিকে ওই দলটি এপাড়ে এসেছিল। সেই দলের একটি হস্তিনী একটি বাচ্চা প্রসব করেছে।’’ বন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে গোড়ায় যখন দলটি এলাকায় ঢোকে তখন দলে ১৮টি হাতি ছিল। বেশ কিছুদিন ধরে একটি বাচ্চাকেও ওই দলে দেখা যাচ্ছে। বর্তমানে দলটি ঝালদার হেঁসলা পাহাড়ে অবস্থান করছে। বন কর্মীরা জানাচ্ছেন, ওপাড় থেকে হাতির দল এপাড়ে ঢুকলে কিছুদিন কাটিয়ে ফের ওপাড়ে চলে যায়। আবার ফিরে আসে। কিন্তু এই দলটির এ বার এলাকা ছেড়ে নড়ার নামগন্ধ নেই। সম্ভবত শাবকটির কারণেই দলটি এলাকা থেকে নড়ছে না। এ দিকে দলটি হেঁসলা পাহাড়ে ঘাঁটি গাড়ায় ক্ষয়ক্ষতিও বাড়ছে এলাকায়। গত তিন সপ্তাহে এলাকার গ্রামগুলিতে প্রায় প্রতিদিনই হানা দিচ্ছে হাতির দল। সমীরবাবু বলেন, ‘‘আমরা দলটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি দলছুট দাঁতালটিও এই এলাকাতেই রয়েছে। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বাঘমুণ্ডির সুইসাতে এই দলছুট দাঁতালটির মুখোমুখি পড়েই প্রাণ হারান এক ব্যক্তি। তাই সতর্ক বন দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement