ভারতে আসছে সৌর-বিমান

বিশ্ব-পরিক্রমায় বেরোতে চলেছে সৌরশক্তি চালিত বিমান ‘সোলার ইমপালস ২’। ভারতেও আসছে সে। মার্চের শুরুতেই। সুইস গবেষক তথা আবিষ্কারক বারট্র্যান্ড পিকার্ড ও আন্দ্রে বরশবার্গ জানিয়েছেন সেই কথা। এ মাসের শেষের দিকে পৃথিবী-পরিক্রমায় বেরোবে সৌর-বিমানটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৩
Share:

‘সোলার ইমপালস’-এর ওয়েবসাইট থেকে নেওয়া ছবি।

বিশ্ব-পরিক্রমায় বেরোতে চলেছে সৌরশক্তি চালিত বিমান ‘সোলার ইমপালস ২’। ভারতেও আসছে সে। মার্চের শুরুতেই। সুইস গবেষক তথা আবিষ্কারক বারট্র্যান্ড পিকার্ড ও আন্দ্রে বরশবার্গ জানিয়েছেন সেই কথা।

Advertisement

এ মাসের শেষের দিকে পৃথিবী-পরিক্রমায় বেরোবে সৌর-বিমানটি। আবু ধাবি থেকে যাত্রা শুরু করবে সে। মাঝে মাসকাটে নেমে তার পরই চলে আসবে ভারতে। এ দেশে আমদাবাদ ও বারাণসী, এই দুই শহরে নামার কথা ‘সোলার ইমপালস ২’-র।

বিমানের পিঠের উপর রয়েছে ৭২ মিটার টানা লম্বা ডানা। তার উপর বসানো ১৭২৪৮টি সোলার সেল বা সৌরকোষ। যারা শুষে নিতে পারে সূর্যের শক্তি। আর সেই শক্তিকে রসদ করেই পাড়ি দেবে বিমান। দিনের বেলায় যে সৌরশক্তি জমা হবে, তাতে রাতেও উড়বে সে। বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ভারত থেকে সৌর-বিমান মান্দালয়, মায়ানমার হয়ে যাবে চিনে। তার পর প্রশান্ত মহাসাগর পেরিয়ে পৌঁছে যাবে আমেরিকায়। সেখান থেকে অতলান্তিক পেরিয়ে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা হয়ে ফের পা ফেলবে আবু ধাবিতে।

Advertisement

দুই বিজ্ঞানী জানিয়েছেন, তাঁদের আসল উদ্দেশ্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কাটিয়ে দূষণহীন পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির ব্যবহার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement