মাজুলিতে গন্ডার শিকার

কাজিরাঙা থেকে বের হয়ে আসা একটি গন্ডারকে মারল শিকারিরা। মাজুলির ঘটনা। পুলিশ জানিয়েছে, ৮ দিন আগে কাজিরাঙা থেকে বেরিয়ে ব্রহ্মপুত্র পার করে মাজুলিতে ঢুকে পড়েছিল দু’টি গন্ডার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ০৩:১৯
Share:

কাজিরাঙা থেকে বের হয়ে আসা একটি গন্ডারকে মারল শিকারিরা। মাজুলির ঘটনা। পুলিশ জানিয়েছে, ৮ দিন আগে কাজিরাঙা থেকে বেরিয়ে ব্রহ্মপুত্র পার করে মাজুলিতে ঢুকে পড়েছিল দু’টি গন্ডার। বনকর্মীরা একটি গন্ডারকে জঙ্গলে ফেরত পাঠাতে পারলেও, অন্য গন্ডারটি উধাও হয়ে গিয়েছিল। আজ কেরেলা চাপোড়ি এলাকায় ওই গন্ডারটির অর্ধগলিত দেহ উদ্ধার হয়। তার খড়্গটি শিকারিরা নিয়ে গিয়েছে।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, এই নিয়ে চলতি বছরে কাজিরাঙায় ১৪টি গন্ডার শিকারের ঘটনা ঘটল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement