মৃত টাইগার

দু’দিন আগে কাজিরাঙার অগরাতলি রেঞ্জের ধানবাড়ি বন শিবিরের কাছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে ডব্লুটিআইয়ের পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০৩:২৭
Share:

দু’দিন আগে কাজিরাঙার অগরাতলি রেঞ্জের ধানবাড়ি বন শিবিরের কাছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে ডব্লুটিআইয়ের পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অন্য কোনও বাঘের সঙ্গে লড়াইয়ে জখম বাঘটির শরীরে ম্যাগট সংক্রমণ ছড়িয়েছে। সোমবার তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর বাঘটির দেহ পানবাড়ি সংরক্ষিত অরণ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ছবি: উত্তম শইকিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement