ফের জনরোষের বলি হল চিতাবাঘ। নিহত চিতাবাঘটির মাংস কেটে নিলেন চা বাগানের শ্রমিকরা। অসমের ডিব্রুগড়ের ঘটনা।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নাহারকাটিয়া এলাকায় কালিয়াপানিতে চিতাবাঘের আক্রমণে তিন বাগানকর্মী জখম হন। স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে পিটিয়ে-কুপিয়ে মারেন। অনেকে তার মাংসও কেটে নিয়ে যায়। পরে পুলিশ চিতাবাঘের দেহ উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।