ময়াল উদ্ধার

শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে বড় কিছু নতে দেখে ঘাবড়ে গিয়েছিলেন পুরুলিয়ার মানবাজার থানার বাসুডি গ্রামের বাসিন্দা শান্তিরাম বাউরি। আলো নিয়ে এসে দেখেন, মস্ত ময়াল ঘোরাফেরা করছে উঠোনে। পড়শির সাহায্যে মশারি দিয়ে ঢেকে রাখেন সেটিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:৩৩
Share:

শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে বড় কিছু নতে দেখে ঘাবড়ে গিয়েছিলেন পুরুলিয়ার মানবাজার থানার বাসুডি গ্রামের বাসিন্দা শান্তিরাম বাউরি। আলো নিয়ে এসে দেখেন, মস্ত ময়াল ঘোরাফেরা করছে উঠোনে। পড়শির সাহায্যে মশারি দিয়ে ঢেকে রাখেন সেটিকে। রবিবার সকালে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ময়াল উদ্ধার করেন। মানবাজারের রেঞ্জ অফিসার সুরেশ বর্মন বলেন, ‘‘সম্ভবত মুরগির জন্য লোকালয়ে ঢুকে পড়ে সাপটি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement