সাপের ছোবলে মারা গেলেন এক মহিলা। মৃতার নাম আঙুরবালা হাজরা (৪২)। বাড়ি ভাতারের সেলেন্দা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ির দেওয়ালে ঘুঁটে দেওয়ার সময় তাঁর ডান হাতের আঙুলে সাপে ছোবল মারে।