আরও দু’টি সিংহের দেহ উদ্ধার হল গুজরাতের সৌরাষ্ট্র এলাকার আমরেলি জেলায়। শনিবার এই কথা জানিয়েছেন এক বনকর্তা। বন্যা পরিস্থিতির জেরেই এই দুই সিংহের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবারই ভাবনগর ও আমরেলি জেলায় দু’টি সিংহ এবং একটি সিংহীর মৃত্যু হয়েছিল।
Advertisement
শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০২:৩১
Share:
আরও দু’টি সিংহের দেহ উদ্ধার হল গুজরাতের সৌরাষ্ট্র এলাকার আমরেলি জেলায়। শনিবার এই কথা জানিয়েছেন এক বনকর্তা। বন্যা পরিস্থিতির জেরেই এই দুই সিংহের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবারই ভাবনগর ও আমরেলি জেলায় দু’টি সিংহ এবং একটি সিংহীর মৃত্যু হয়েছিল।