সর্পাঘাতে মৃত্যু হল এক বালিকার। বৃহস্পতিবার রাতে নলহাটি থানার শীতলগ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম প্রিয়া মণ্ডল (১০)। বাড়ি নলহাটি থানার শীতলগ্রামে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিছানায় ঘুমিয়ে থাকার সময়ে বালিকাটিকে সাপে কাটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।