সাপের ছোবলে মৃত্যু হল ভাতারের নাসিগ্রামের হরিচরণ বাগ (৪১) নামে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে হরিচরণবাবু বাড়ির কাছেই একটি মুরগী খামারে ঢুকতে গেলে তাঁর ডান হাতে সাপ ছোবল মারে। হরিচরণবাবুকে চিত্তরঞ্জন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।