সর্পদষ্ট হয়ে মৃত ২

সাপের ছোবলে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর। তার নাম লিলি খাতুন (১০)। বাড়ি কাটোয়ার পানুহাটে। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাটির ঘরের মেঝেতে ঘুমোনোর সময়ে সাপে ছোবল মারে তাকে। বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলে শুক্রবার ভোরে মারা যায় সে।

Advertisement
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০১:৪২
Share:

সাপের ছোবলে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর। তার নাম লিলি খাতুন (১০)। বাড়ি কাটোয়ার পানুহাটে। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাটির ঘরের মেঝেতে ঘুমোনোর সময়ে সাপে ছোবল মারে তাকে। বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলে শুক্রবার ভোরে মারা যায় সে।

Advertisement

মেমারির দেবীপুরের বাসিন্দা তারাপদ সোরেন (৬০) নামে এক বৃদ্ধেরও মৃত্যু হয়েছে সর্পদষ্ট হয়ে। তারাপদবাবুর ছেলে রঞ্জিত সোরেন জানান, বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যেই সাপে ছোবল মারে তাঁকে। প্রথমে মেমারি হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলেও শুক্রবার বিকালের দিকে তিনি মারা যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement