তড়িদাহত হয়ে মৃত্যু হল একটি হাতির। অসমের গোলাঘাট জেলার ঘটনা। পুলিশ জানায়, গত রাতে নুমালিগড়ের বকোলিয়ার ঢেকিয়াল তিনিয়ালিতে হাতির পাল ঢোকে। তখন উচ্চবিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মারের সংস্পর্শে এসে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়।
গরমের দুপুরে মাছের খোঁজে।
অবশেষে সার্কাসের হাতি বন দফতরের হেফাজতে।
গাজলে তোলা নিজস্ব চিত্র।