হাতির হানা, ভাঙল বাড়ি

বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের জঙ্গলঘেরা গ্রামগুলিতে হানা দেয় রেসিডেন্ট হাতিরা। বেশ কয়েকটি মাটির বাড়িতে ভাঙচুর চালায় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:১৪
Share:

বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের জঙ্গলঘেরা গ্রামগুলিতে হানা দেয় রেসিডেন্ট হাতিরা। বেশ কয়েকটি মাটির বাড়িতে ভাঙচুর চালায় তারা। শুধুমাত্র নেদাবহড়া গ্রামেই ভেঙেছে ১৪টি বাড়ি। বনকর্মীরা আসার আগেই অবশ্য গ্রামবাসীরা হাতিগুলিকে খেদিয়ে দেন। তাড়া খেয়ে হাতিগুলি ভাগ হয়ে কয়মা, ঘটিডুবা ও গড় শালবনির দিকে চলে যায়। রাতে একটি হাতি কয়মা গ্রামে চড়াও হয়ে আরও একটি মাটির বাড়ি ভাঙে। হাতির হামলায় গড়-শালবনি এলাকায় একটি দোকান ঘরের শাটার ভেঙে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement