হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল চা শ্রমিক আবাস। বুধবার গভীর রাতে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা চা বাগানে মোট ১২টি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। একটিই দাঁতাল বুধবার রাতে চালসা বাগানে ঢুকে পড়ে। দাঁতালের হামলায় ৩টি শ্রমিক আবাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য ৯টি শ্রমিক আবাসে আংশিক ক্ষতি হয়েছে। বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক রাহুল শর্মা জানান, বাগানে হাতির হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ক্ষতিপূরণের আর্জি বন দফতরে জানানো হবে।