হাতির হামলা

দাঁতালের হামলায় প্রাথমিক স্কুলের অফিস ঘর ভাঙল নাগরাকাটায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি স্টেট প্লান প্রাথমিক স্কুলে।স্কুলের অফিস ঘরের দেওয়াল ভেঙে আসবাবপত্রও তছনছ করে দেয় দাঁতালটি। সেই সঙ্গে অফিসঘরে মজুত একবস্তা আলুও খেয়ে ফেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০২:২৩
Share:

দাঁতালের হামলায় প্রাথমিক স্কুলের অফিস ঘর ভাঙল নাগরাকাটায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি স্টেট প্লান প্রাথমিক স্কুলে।স্কুলের অফিস ঘরের দেওয়াল ভেঙে আসবাবপত্রও তছনছ করে দেয় দাঁতালটি। সেই সঙ্গে অফিসঘরে মজুত একবস্তা আলুও খেয়ে ফেলে। স্কুলের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম জানান আগেই কালবৈশাখীতে স্কুলের মূল ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এ বারে দাঁতালের হামলায় অফিসঘর ভেঙে যাওয়ায় স্কুল চালানোই কঠিন হয়ে পড়েছে। মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি জানান ডুয়ার্স জুড়েই প্রাথমিক স্কুলগুলোতে হাতির হামলার সমস্যা রয়েছে। এই স্কুলটির মেরামতের বিষয়টিও দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement