Party Makeup

নিউ ইয়ার্স ইভ পার্টির লিপস্টিক কেমন হবে? জেনে নিন ট্রেন্ড

তুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নিউ ইয়ার্স ইভ পার্টি মাতাতে তৈরি হচ্ছে সবাই। কী পরবেন, কেমন হবে মেকআপ, কোন সাজে হয়ে ওঠা যাবে মধ্যমণি তাই নিয়ে চলছে ভাবনা চিন্তা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১১:২৬
Share:
০১ ০৬

নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নিউ ইয়ার্স ইভ পার্টি মাতাতে তৈরি হচ্ছে সবাই। কী পরবেন, কেমন হবে মেকআপ, কোন সাজে হয়ে ওঠা যাবে মধ্যমণি তাই নিয়ে চলছে ভাবনা চিন্তা। এই সিজনের ট্রেন্ড কিন্তু ব্রাইট লিপস। জেনে নিন কেমন হতে পারে লিপ কালার।

০২ ০৬

গ্লাস লিপস: যদি ঘন কোহল আর স্মাজ় আই আপনার সিগনেচার স্টাইল হয় তা হলে গ্লাস লিপস এনে দেবে পারফেক্ট লুক। প্যাস্টেল শেডের পোশাকের সঙ্গে এই মেক আপ অতুলনীয়।

Advertisement
০৩ ০৬

মেকআউট লিপস: লাইট পিঙ্ক যদি আপনার প্রিয় হয় তা হলে মেকআউট লিপস লুক আনতে পারেন। ইষত্ পাউট করে লাগিয়ে নিন লাইট পিঙ্ক টোন। ইনোসেন্ট, সিরিন লুক চাইলে এটাই হবে আপনার সেরা পছন্দ।

০৪ ০৬

কিউপিড বো: যদি আপনার পার্টি ড্রেস হয় গোল্ড, সিলভার, কপার বা মেটালিক কোনও কালার তা হলে চোখ বুজে নিজেকে সাজিয়ে তুলতে পারেন এই ধরনের লিপস্টিকে। এর সঙ্গে অবশ্যই চাই ঘন আই মেক আপও। এটাই নিউ ইয়ার্স ইভের সেক্সিয়েস্ট লুক।

০৫ ০৬

রেড হট লিপস: উইন্টার পার্টির অল টাইম ফেভারিট রেড হট লিপস তো রয়েছেই। বেশি এক্সপেরিমেন্ট করতে না চাইলে চোখ বন্ধ করে নিজেক স্টাইলিং করতে পারেন লাল লিপস্টিকে।

০৬ ০৬

পিচ প্লিজ: যদি একটু শকিং লিপস চান তা হলে পিচ আপনার জন্য পারফেক্ট। পিচ লিপসের সঙ্গে কিন্তু আই মেকআপ হওয়া চাই একদম ন্যুড। আইশ্যাডোর সঙ্গে ঘন করে মাস্কারা লাগিয়ে নিন। এই মেক আপের সঙ্গে জেল দিয়ে চুল খোলা রেখে ওয়েট লুক আনতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement