Mother In Law

শাশুড়ির সঙ্গে এই সব সমস্যা কি আপনারও হয়?

বউ-শাশুড়ি সম্পর্ক মানেই অম্লমধুর সম্পর্ক। সব পরিবারেই শাশুড়ি-বউমার মধ্যে খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ১৪:১৪
Share:
০১ ০৭

বউ-শাশুড়ি সম্পর্ক মানেই অম্লমধুর। সব পরিবারেই শাশুড়ি-বউমার মধ্যে খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে। কখনও তা হয়ে যায় মাত্রাতিরিক্ত। কিছু সমস্যা রয়েছে যা প্রায় সব পরিবারে লেগেই থাকে। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে যেগুলোর সঙ্গে কখনই মানিয়ে নেওয়া উচিত নয়।

০২ ০৭

আপনাদের দাম্পত্য জীবনের যে কোনও খুঁটিনাটি বিষয়ে কি উনি মতামত দেন? অযথা নাক গলান?

Advertisement
০৩ ০৭

আপনার স্বামীর সঙ্গে ঝগড়া হলে কি উনি অযথা আপনার স্বামীর পক্ষ নিয়ে কথা বলেন? আপনাকে একঘরে করে দেন? এটা কিন্তু শুধুই আপনাকে অশান্তিতে রাখার জন্য।

০৪ ০৭

আপনার সন্তানকে কি সব সময় উনি আপনার থেকে দূরে রাখতে চেষ্টা করেন? যে কোনও ছুতোয় আপনার কাছছাড়া করে নিজের সঙ্গে রাখেন?

০৫ ০৭

আপনার শাশুড়ি কি আশা করেন সারাক্ষণই আপনি সংসারের কাজ করবেন? উনি শুধু নির্দেশ দেবেন আর আপনি ঘরের যাবতীয় কাজ করে যাবেন বিশ্রাম ছাড়াই?

০৬ ০৭

যদি কোনও কারণে আপনি দুঃখিত থাকেন, মন খারাপ থাকে আপনার শাশুড়ি কি মন ভাল করার বদলে এমন আচরণ করেন যাতে আপনার আরও বেশি মন খারাপ লাগে? প্রতিক্রিয়া না জানিয়ে ওঁর থেকে দূরে সরে যাওয়াই ভাল।

০৭ ০৭

আমরা সবাই আলাদা। কেউ কারও মতো নই। কিন্তু অনেক শাশুড়িই ছেলের বউকে নিজেরে থেকে কোনও বিষয়ে বেশি দক্ষ বা উন্নত মানতে পারেন না। সব সময়ই নিজের সঙ্গে তুলনা করতে ও অপমান করতে উদ্যত হন তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement