প্যাচপ্যাচে গরম হোক বা রুক্ষ শীত। যে কোনও সময়ই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। আর ফল যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনই ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও উপকারী ফ্রুট প্যাক। তৈলাক্ত, শুষ্ক, মিশ্র বা সংবেনশীল, সব রকম ত্বকের জন্যই রয়েছে বিভিন্ন ফ্রুট প্যাক। শিখে নিন এমনই কিছু ফ্রুট প্যাক।
আরও পড়ুন: পারফেক্ট ভ্রু পেতে মেনে চলুন এগুলো