রক্তাল্পতা কমাতে ডায়েটে রাখুন এই খাবার গুলো

বিশ্বের অধিকাংশ মহিলাই হিমোগ্লোবিনের অভাব, রক্তাল্পতায় ভোগেন। যা ডেকে অন্যান্য শারীরিক সমস্যা। পিরিয়ড, প্রেগন্যান্সির সময় যে কারণ দুর্বল হয়ে পড়েন অনেকেই। রক্তে আয়রনের মাত্রা বাড়াতে রোজ ডায়েটে রাখুন এগুলো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:০১
Share:

বিশ্বের অধিকাংশ মহিলাই হিমোগ্লোবিনের অভাব, রক্তাল্পতায় ভোগেন। যা ডেকে অন্যান্য শারীরিক সমস্যা। পিরিয়ড, প্রেগন্যান্সির সময় যে কারণ দুর্বল হয়ে পড়েন অনেকেই। রক্তে আয়রনের মাত্রা বাড়াতে রোজ ডায়েটে রাখুন এগুলো।

Advertisement

ড্রাই ফ্রুট- ব্রেকফাস্টে খাবারের সঙ্গে খান কিসমিস, অ্যাপ্রিকট, কাজু বা আমন্ড। এই ধরনের খাবারে রয়েছে প্রচুর ভিটামিন সি। যা শরীরকে আয়রন শুষে নিতে সাহায্য করে। ব্রেকফাস্ট ছাড়াও দিনের অন্য সময় এক মুঠো বাদাম আপনার আয়রনের ঘাটতি মেটাতে পারে।

ডাল- বিন বা ডাল জাতীয় খাবার রাখুন ডায়েটে। সিদ্ধ বিন সাত থেকে নয় মিলিগ্রাম পর্যন্ত আয়রন জোগাতে পারে শরীরে। এক কাপ ছোলায় রয়েছে তিন থেকে পাঁচ মিলিগ্রাম আয়রন। সিদ্ধ ডালের জল রোজ খেলে উপকার পাবেন।

Advertisement

সোয়াবিন- সোয়াবিন শুধু আয়রনেরই উত্স নয়, এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামও রয়েছে। নিয়মিত সোয়াবিন খেলে হার্টের অসুখ, ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। ভাল থাকে হাড়ের স্বাস্থ্যও।

সবুজ শাকসবজি- আয়রন ঘাটতি থাকলে প্রতি দিন পালং শাক, সিদ্ধ সবজি, স্যুপ রাখুন ডায়েটে। পালং শাকে আয়রনের পরিমাণ প্রচুর। রোজ খান। রক্তাল্পতায় ভুগবেন না।

এ ছাড়াও ছানা বা পনির, ডিম, চিকেন, মেটে খেলেও শরীর পর্যাপ্ত পরিমাণ আয়রন পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন