৪০এর মহিলারা বদলে ফেলুন ওয়্যারড্রব

চল্লিশে চালসে? বহুল প্রচলিত এই প্রবাদকে এবার তুড়ি মেরে তাড়িয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু কিভাবে? এটাই বড় প্রশ্ন। সব বদলে দিতে পারে আপনার ওয়্যারড্রব। কেমন জামা-কাপড় পারবেন সেটাই বড় কথা। তাতে আপনার বয়স কত, কিচ্ছু এসে যায় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ২২:৩৩
Share:

চল্লিশে চালসে? বহুল প্রচলিত এই প্রবাদকে এবার তুড়ি মেরে তাড়িয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু কিভাবে? এটাই বড় প্রশ্ন। সব বদলে দিতে পারে আপনার ওয়্যারড্রব। কেমন জামা-কাপড় পারবেন সেটাই বড় কথা। তাতে আপনার বয়স কত, কিচ্ছু এসে যায় না। শুধু বুঝতে হবে আপনাকে কোনটা মানাচ্ছে বা আপনি কোন ড্রেসে স্বচ্ছন্দ। সেইভাবে সাজিয়ে ফেলুন আপনার ওয়্যারড্রব। আপনি কি মোটা তাহলে মনে রাখবেন নিজেকে রোগা দেখানোর জন্য ফিটিং ড্রেস একদমই না। তাতে আপনার শরীরের মেদ প্রকাশ্যে চলে আসবে। বরং পড়ুন ঢিলে ঢালা পোষাক। মহিলাদের ক্ষেত্রে ৪০ বছর বয়সে এলেই যেন মনে হয় বুড়িয়ে গেলাম। একদম না। ৪০-এই শুরু করুণ নতুন জীবন। এখন তো অনেকটাই চিন্তামুক্ত। নিশ্চিন্ত জীবন। ছেলে-মেয়েরা স্কুল নিয়ে ব্যস্ত। স্বামী ব্যস্ত তাঁর অফিস নিয়ে। আপনিও নিজের কাজের জায়গায় প্রতিষ্ঠিত। এত বছরে গুছিয়ে নিয়েছেন সংসার।

Advertisement

হাউস ওয়াইফ হলে বানিয়ে ফেলুন নিজের অ্যাসোসিয়েশন। দিনের বেলায় বাড়িতে একা একা লাগলে বেড়িয়ে পড়ুন। বন্ধুরাই বলে দেবে কোন ড্রেসে আপনাকে কেমন লাগছে। ট্রেন্ড দেখে অন্ধের মতো ঝাঁপাবেন না। তাতে ভুল হয়ে যেতে পারে। নিজের একটা ট্রেন্ড সেট করুন। কেউ ম্যাচিং ট্রেন্ডে বিশ্বাসী কেউ আবার কনট্রাস্ট পছন্দ করেন। পড়ে দেখে নিন আপনার নিজের কোনটা ভাল লাগছে। আগে নিজেকে নিজের পছন্দ হওয়াটা সব থেকে বেশি প্রয়োজন। তাহলেই বাকিদের ভাল লাগবে।

চাকরি করলে অফিসের সময় বেছে নিতে পারেন শ্যুট। যদি টু-পার্ট ড্রেস পড়েন তাহলে সব সময় মনে রাখবেন লোয়ার পার্ট যদি স্কিন টাইট হয় তাহলে আপার পার্টের অংশ অবশ্যই ঢিলেঢালা হতে হবে। উল্টোটাও হতে পারে। সেটা প্যান্টের সঙ্গে শার্ট হতে পারে। শীতে পড়ুন লং কোট। আর যাঁরা একটু সাবেকী ড্রেসে অভ্যস্ত তাঁরা শাড়ি পড়ুন। শাড়ির সঙ্গে লং কোট বা জ্যাকেট পড়লে অনেক বেশি স্মার্ট দেখাবে। এই একই কম্বিনেশন পার্টি বা কোনও অনুষ্ঠানেও দারুণ চলবে।

Advertisement

স্কার্ট পড়ুন হাঁটু পর্যন্ত। যদি আপনার ফিগার ভাল হয়। না হলে পড়ুন লং স্কার্ট। লক্ষ্য রাখুন জুতোর দিকেও। শর্ট স্কার্টের সঙ্গে পেন্সিল হিল, লংয়ের সঙ্গে প্ল্যাটফর্ম হিল অবশ্যই মনে রাখবেন। খুব ছিমছাম ভাবে কখনও বেড়তে হলে, যেমন ধরুণ বন্ধুদের সঙ্গে আড্ডার প্রোগ্রাম করেছেন। কিন্তু রোজ অফিসে অত ফিটফাট থাকতে হয় যে এমনি দিনে ভাল লাগে না। তাহলে লেগিসের সঙ্গে লং কূর্তি পড়ে ফেলুন। সাবেকীয়ানা ও স্মার্টনেস যেখানে মিলে মিশে একাকার। ওয়েস্টার্ন পড়ার অভ্যেস থাকলে অবশ্যই জিন্স, টি-শার্ট। বয়স ঢাকতে অতি মেকআপ করবেন না। স্বাভাবিক থাকুন। সেটাই আপনার ভেতরের সৌন্দর্য্যকে বাইরে নিয়ে আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন