আপনার মাথা পুরুষের নাকি মহিলার? জেনে নিন

আপনি তো মহিলা। আর আপনার মাথাটা? সেও কি মহিলা? মানে? আমি মহিলা, আমার মাথা পুরুষের হতে যাবে কোন দুঃখে? হতেই পারে। বিচিত্র কিছু নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ১১:২৭
Share:

আপনি তো মহিলা। আর আপনার মাথাটা? সেও কি মহিলা? মানে? আমি মহিলা, আমার মাথা পুরুষের হতে যাবে কোন দুঃখে? হতেই পারে। বিচিত্র কিছু নয়। আপনার মস্তিষ্ক, ভাবনা চিন্তা কেমন হবে তার সঙ্গে কিন্তু আপনি পুরুষ না মহিলা তার কোনও সম্পর্কই নেই। মেল ব্রেন আর ফিমেল ব্রেনের এই তত্ত্ব সামনে এনেছেন অঙ্গিলা রাসকিন ইউনিভার্সিটির গবেষকরা।

Advertisement

তাঁরা জানাচ্ছেন পুরুষ, মহিলা উভয়েরই হতে পারে মেল ব্রেন, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে টাইপ-এস ব্রেন। তেমনই আবার উভয়েরই ফিমেল ব্রেন যার বৈজ্ঞানিক নাম টাইপ-ই ব্রেনও হতে পারে। মনোবিদ সিমন ব্যারন কোহেন এই দুই ধরনকে ‘সিস্টেমাইজার’ ও ‘এমপাথাইজার’ বলে ব্যাখ্যা করেছেন।

সিস্টেমাইজার অর্থাত্ মেল ব্রেনের অধিকারীরা নিয়মমাফিক চলতে ভালবাসেন, যান্ত্রিক কাজে বেশি সাফল্য পান। অন্য দিকে ফিমেল ব্রেনের অধিকারীরা বেশি অনুভূতিপ্রবণ হন। সাধারণত পুরুষদের মধ্যে সিস্টেমাইজিং ধরন ও মহিলাদের মধ্যে এমপাথাইজিং ধরন বেশি দেখা যায় বলে এই দুটি ভাগকে গোদা ভাষায় মেল ব্রেন ও ফিমেল ব্রেন বলা হয়ে থাকে।

Advertisement

কীভাবে বুঝবেন আপনার মস্তিষ্ক পুরুষ না মহিলা? এই সহজ তালিকাটায় এক বার চোখ বুলিয়ে নিন-

যদি আপনার মেল ব্রেন হয়-

১। আপনি নিয়ম মেনে চলেন, আগামি কালের কাজের তালিকা করে নেন।

২। আবেগহীন ভাবে সরাসরি প্রশ্নের উত্তর দেন।

৩। গল্প-উপন্যাসের থেকে প্রবন্ধ পড়তে বেশি পছন্দ করেন।

৪। ব্যকরণের ভুল ধরতে ভালবাসেন।

৫। সহজেই মানচিত্র দেখে বুঝে ফেলেন।

যদি আপনার ফিমেল ব্রেন হয়-

১। অল্প আলাপেই গল্প জুড়ে দিতে পারেন।

২। কেউ আপনার ব্যাপারে অবাঞ্ছিত নাক গলাতে চাইলে বুঝে যান।

৩। ইলেকট্রনিক গ্যাজেটে বেশি উত্সাহ পান না।

৪। ছবি দেখলে টেকনিকের থেকে সৌন্দর্য আপনাকে বেশি আকর্ষণ করে।

৫। দিন ক্ষণ তারিখ বিশেষ মনে রাখতে পারেন না।

কী মনে হচ্ছে? আপানর ব্রেন পুরুষ না মহিলা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন