সাবধান! গ্রিন টি হতে পারে বন্ধ্যাত্বের কারণ!

আপনি কি স্বাস্থ্য সচেতন? সেই চক্করে আজকাল বুঝি সাধারণ চা ছেড়ে গ্রিন টি-তেই মন সঁপেছেন? তা হলে এ বার একটু সতর্ক হোন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গ্রিন টি বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১৫:২৯
Share:

আপনি কি স্বাস্থ্য সচেতন? সেই চক্করে আজকাল বুঝি সাধারণ চা ছেড়ে গ্রিন টি-তেই মন সঁপেছেন? তা হলে এ বার একটু সতর্ক হোন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গ্রিন টি বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

Advertisement

ক্যালিফোর্নিয়া-ইরভাইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ড্রসফিলা মেলানোগ্যাসটারের নামক মাছির উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, অতিরিক্ত গ্রিন টি লক্ষ্যণীয় ভাবে কমিয়ে দিচ্ছে ফ্রুট ফ্লাইয়ের প্রজনন ক্ষমতা।

ফার্মাসিউটিকাল সায়েন্সের অধ্যাপক মেহতাব জাপরির কথায়, ‘‘গ্রিন টি উপকারী এটা আমরা প্রায় কম বেশি সবাই জানি। কিন্তু এটি তখনই উপকারী যখন নির্দিষ্ট পরিমাণে খাওয়া হয়। অতিরিক্ত গ্রিন টি-র প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে।’’

Advertisement

শুধু ড্রসফিলাই নয়, জাপরিরা পরীক্ষা চালিয়েছেন ইঁদুর এবং কুকুরের উপরও। দু’ক্ষেত্রেই দেখা গেছে অতিরিক্ত গ্রিন টি পলিফেনলের ফলে ওজন কমে গেছে দ্রুতহারে। প্রায় ১৭ % হারে কমেছে প্রজনন ক্ষমতা।

তাঁদের দাবি, মাত্র ১০ মিলিগ্রাম পলিফেলন জননাঙ্গ ক্ষইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এমন কী অতিরিক্ত গ্রিন টি কোষের মৃত্যুর কারণ হতে পারে।

হার্ট, মস্তিষ্ক এবং ক্যান্সার প্রতিরোধী হিসেবে গ্রিন টির জনপ্রিয়তা বর্তমানে বিশ্বব্যাপী। কিন্তু এর আগে সবুজ চায়ের ক্ষতিকারক দিক নিয়ে এত বিস্তারিত গবেষণা হয়নি। জার্নাল অফ ফাংশনল ফুডে এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement