ঠিক কত দিন অন্তর চুল ট্রিম করা উচিত?

কেউ চুল লম্বা রাখতে চান, কেউ বা ঝক্কি এড়াতে ছোট করে কেটে ফেলেন চুল। কারও আবার প্রতি মাসে নতুন হেয়ার স্টাইল চাই। তবে চুল যেমনই হোক না চুলের স্বাস্থ্য ধরে রাখতে নিয়মিত ট্রিম করা প্রয়োজন। জেনে নিন ঠিক কত দিন অন্তর চুল ট্রিম করা উচিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ১৬:৪০
Share:

কেউ চুল লম্বা রাখতে চান, কেউ বা ঝক্কি এড়াতে ছোট করে কেটে ফেলেন চুল। কারও আবার প্রতি মাসে নতুন হেয়ার স্টাইল চাই। তবে চুল যেমনই হোক না চুলের স্বাস্থ্য ধরে রাখতে নিয়মিত ট্রিম করা প্রয়োজন। জেনে নিন ঠিক কত দিন অন্তর চুল ট্রিম করা উচিত।

Advertisement

১। লম্বা চুল: যদি আপনার লম্বা চুল হয়, এবং আপনি যদি লম্বাই রাখতে চান চুল তাহলে নিয়মিত চুল ট্রিম করা প্রয়োজন। লম্বা চুল তাড়াতাড়ি ভেঙে যায় ও নির্জীব হয়ে পড়ে। চুলের স্বাস্থ্য ধরে রাখতে অবশ্যই ৮ থেকে ১২ সপ্তাহ অন্তর ট্রিম করুন।

২। মাঝারি চুল: লম্বা চুলের মতোই মাঝারি মাপের চুলেরও প্রয়োজন নিয়মিত চর্চা ও ট্রিমিং। প্রতি ৬ থেকে ১২ সপ্তাহ অন্তর অবশ্যই চুল ট্রিম করুন। যদি নিজের চুলের দৈর্ঘ্যই ধরে রাখতে চান তাহলে ৬-৮ সপ্তাহ অন্তর চুল কাটুন। একটু লম্বা করতে চাইলে ৮-১২ সপ্তাহের মধ্যে ট্রিম করতে পারেন।

Advertisement

৩। ছোট চুল: ছোট চুলের ক্ষেত্রে বা চুল ছোটই রাখতে চাইলে আপনাকে আরও ঘন ঘন ট্রিম করতে হবে। ছোট চুল একটু বড় হলেই স্টাইল নষ্ট হয়ে যায়। ৪-৮ সপ্তাহ অন্তর ট্রিম করুন। যদি ছোট থেকে একটু ব়ড় করে স্টাইল বদলাতে চান তাহলে ৬-১২ সপ্তাহের মধ্যে ট্রিম করুন।

৪। রং করা চুল: যদি চুলে কালার বা ডাই করা থাকে তাহলে তাড়াতাড়ি চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে চুল রুক্ষ হয়ে ভেঙে যায়। তাই চুলের দৈর্ঘ্য যেমনই হোক না কেন রং করা থাকলে ঘন ঘন ট্রিম করতেই হবে।

৫। চুল লম্বা করতে চাইলে: যখন চুল লম্বা করতে চান তখন অনেকেই চুল ছোট হয়ে যাওয়ার ভয় কাটেন না নিয়মিত। এতে চুল তাড়াতাড়ি বাড়ে না। যদি চুল লম্বা করতে চান তাহলে ৬-১২ সপ্তাহ অন্তর নিয়মিত চুল কাটলে তাড়াতাড়ি লম্বা হবে।

আরও পড়ুন: তাড়াতাড়ি চুল লম্বা করার ৬ উপায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন