Women News

ব্লুবেরি চিজকেক লস্যি

কিন্তু চিজকেক লস্যি বাঙালিদের কাছে মোটেও পরিচিত নয়। তার উপর এই লস্যিতে দেওয়া হয়েছে ব্লুবেরি। এই ফলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের পক্ষেও দারুণ উপকারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১১:৫১
Share:

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

ভ্যাপসা গরমে শরীর ঠান্ডা রাখতে উপকারি লস্যি। ম্যাঙ্গো লস্যি বা রোজ লস্যি খুবই পরিচিত। কিন্তু চিজকেক লস্যি বাঙালিদের কাছে মোটেও পরিচিত নয়। তার উপর এই লস্যিতে দেওয়া হয়েছে ব্লুবেরি। এই ফলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের পক্ষেও দারুণ উপকারি।

Advertisement

কী কী লাগবে

ক্রিম চিজ: ১০০ গ্রাম

Advertisement

ব্লুবেরি: ১ কাপ

ইয়োগার্ট: ১ কাপ

বরফ বা চিলড ওয়াটার: ১/৪ কাপ

চারচিনি গুঁড়ো: স্বাদ মতো

চিনি: আন্দাজ মতো

কী ভাবে বানাবেন

সব কিছু এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। চেখে দেখে মিষ্টি বাড়িয়ে-কমিয়ে নিন। গ্লাসে ঢেলে পরিবেশন করার আগে উপরে দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement