পেয়ারা অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল। কিন্তু কাঁচা ফল হিসেবেই পেয়ারা খেতে অভ্যস্ত আমরা। পাকা পেয়ারা দিয়ে অনেকে জ্যাম, জেলি বানালেও পেয়ারার চাটনি বিশেষ প্রচলিত খাবার নয়। আজ শিখে নিন পেয়ারার চাটনির রেসিপি।
কী ভাবে বানাবেন