Women News

লভ চকোলেট

কাল ভ্যালেন্টাইন’স ডে। সঙ্গীকে উপহার দেওয়ার জন্য নিজের হাতে সবচেয়ে রোম্যান্টিক নিজের হাতে তৈরি কিছু। আর ভালবাসার সঙ্গে চকোলেটকে তো আলাদা করা যায় না। তাই সঙ্গীকে উপহার দিন নিজে হাতে বানানো লভ চকোলেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০১
Share:

কাল ভ্যালেন্টাইন’স ডে। সঙ্গীকে উপহার দেওয়ার জন্য নিজের হাতে সবচেয়ে রোম্যান্টিক নিজের হাতে তৈরি কিছু। আর ভালবাসার সঙ্গে চকোলেটকে তো আলাদা করা যায় না। তাই সঙ্গীকে উপহার দিন নিজে হাতে বানানো লভ চকোলেট।

Advertisement

কী কী লাগবে

নারকেল তেল: ১/২ কাপ

Advertisement

কোকো পাউডার: ১/২ কাপ ও ১ টেবল চামচ

মেপল সিরাপ বা মধু: ২ টেবল চামচ

নুন: ১ চিমটি

আমন্ড বাটার: ২ টেবল চামচ

কী ভাবে বানাবেন

নারকেল তেল কোকো পাউডার, মধু বা মেপল সিরাপ ও নুন এক সঙ্গে বাটিতে মিশিয়ে নিন। আমন্ড ফ্লেভার চকোলেট তৈরি করতে হলে এর সঙ্গেই আমন্ড বাটার মিশিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে দিন যাতে মিশ্রণ ঘন হয়ে যায়।

হার্ট শেপের চকোলেট তৈরি ছাঁচে ঢেলে নিন। উপরে যেমন খুশি সাজিয়ে নিয়ে ফ্রিজ করে নিলেই তৈরি হয়ে যাবে লভ চকোলেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement