ব্রেকফাস্টে পাউরুটি সব বাড়িতেই খাওয়া হয়। ব্যস্ত দিনে এর থেকে সহজ, সুবিধাজনক খাবার আর কী আছে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই আজকাল মাখনের বদলে জ্যাম টোস্টের দিকেই ঝুঁকছেন। বাজার চলতি জ্যাম, জেলিতেও থাকে অনেক প্রিজারভেটিভ যার থেকে অ্যালার্জি বা অন্য সমস্যা হতে পারে। তার থেকে বাড়িতেই বানিয়ে নিন জেলি। আজ শিখে নিন পেঁপের জেলি।
কী ভাবে বানাবেন