Pubic Hair

সাবধান! বিকিনি ওয়াক্স করলে হতে পারে এই সমস্যাগুলো

কেউ বিকিনি পরার জন্য ওয়াক্স করেন, কেউ হনিমুনের জন্য, কেউ বা নিজেকে পরিচ্ছন্ন রাখতে। জেনে রাখুন আমাদের শরীরের জন্য পিউবিক হেয়ার অত্যন্ত প্রয়োজনীয়। ওয়াক্স করলে তাই নানা রকম সমস্যা হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১১:২৩
Share:
০১ ০৮

কেউ বিকিনি পরার জন্য ওয়াক্স করেন, কেউ হনিমুনের জন্য, কেউ বা নিজেকে পরিচ্ছন্ন রাখতে। জেনে রাখুন আমাদের শরীরের জন্য পিউবিক হেয়ার অত্যন্ত প্রয়োজনীয়। ওয়াক্স করলে তাই নানা রকম সমস্যা হতে পারে।

০২ ০৮

আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য পিউবিক হেয়ারের প্রয়োজন।

Advertisement
০৩ ০৮

পিউবিক হেয়ার আমাদের ত্বকে অনেক আঘাত, ধুলো, ময়লা, ইনফেকশন থেকে রক্ষা করে। যৌনা্ঙ্গের ত্বক খুবই সংবেদনশীল হয়। তাই ত্বক সুরক্ষিত রাখতে পিউবিক হেয়ারের প্রয়োজন রয়েছে।

০৪ ০৮

বিজ্ঞানীরা জানাচ্ছেন পিউবিক হেয়ারে ফেরোমন থাকে। যা একে অপরকে আকর্ষণ করে। বিকিন ওয়াক্স করলে ফেরোমনের ক্ষরণ কমে যায়।

০৫ ০৮

বিকিনি ওয়াক্স বা শেভিং থেকে জেনিটাল ওয়ার্টসের সমস্যা হতে পারে। শেভিংয়ের পর যদি যৌনাঙ্গে সাদা সাদা দাগ বা ছোট মাংসপিণ্ড দেখা দেয় তা হলে সাবধান হন। জেনিটাল ওয়ার্টস খুবই যন্ত্রণাদায়ক হতে পারে।

০৬ ০৮

বিকিনি ওয়াক্স বা শেভ করার ফলে যে কোনও রকম ভাইরাল ইনফেকশন সংক্রমণের ঝুঁকি বাড়ে। ঝুঁকি বাড়ে যৌন রোগ সংক্রমণেরও। ফলে যৌনাঙ্গে ছবির মতো লাল র‌্যাশ দেখা দেয়।

০৭ ০৮

বিকিনি ওয়াক্স করলে ত্বকের রোমকূপের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বকে চুলকানি, র‌্যাশের মতো সমস্যা হতে পারে।

০৮ ০৮

বিকিনি ওয়াক্স করলে অতিরিক্ত মোটা বা ওবেস মহিলাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement